ব্রেকিং নিউজ

Monday, September 23, 2019

মহিলাদের কবর যিয়ারত ও জুনুবী ব্যক্তির ভুলক্রমে আদায়কৃত নামাযের হুকুম কি?



প্রশ্ন

মো. রোমান
যশোর সদর
জনাব মুফতি সাহেব আমাদের গ্রামে একটি বড় কবরস্থান আছে সেখানে যুবতী ও বয়স্কা মহিলারা কবর যিয়ারত করতে আসে। এখন আমার জানার বিষয় হলো, মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয আছে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

بسم الله الرحمن الرحيم

উত্তর: 

মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয নেই। কেননা, হাদীস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল স. কবর যিয়ারত কারিনীদের অভিসম্পাত করেছেন।(তিরমিযি,1-203)
আবার এতে ফেতনার আসঙ্কা রয়েছে। কারণ, তাদের অভ্যাস হলো, কবরস্থানে গিয়ে কান্নাকাটি ও বিলাপ করা। আর বৃদ্ধা মহিলাদের জন্য যিয়ারত করার অবকাশ রয়েছে; যদি তারা বিলাপ করা ব্যতিত উপদেশ গ্রহণ ও বরকত হাসিলের জন্য যিয়ারত করে।
শরয়ী দলীলঃ
1.  রদ্দুল মুহতার,3/105
2. আল বাহরুর রায়েক,2/342
3. মারাকিউল ফালাহ,62
4. ফতোয়ায় তাতারখানিয়া,3/92
5. মদাদুল আহকাম,1/812
6. আপকে মাসায়েল আওর উন কি হল,3/150
7. ইমদাদুল ফতোয়া,1/753
8. ফতোয়ায় মাহমুদিয়া,9/192

 জুময়ার খুৎবা চলাকলিন সুন্নত পড়ার হুকুম কি? জানতে এখানে ক্লিক করুন

প্রশ্নঃ
 মো. আব্দুর রহমান
খালিশপুর,খুলনা

জনাব মুফতি সাহেব,আমি একজন সাধারণ লোক আমার উপর গোসল ফরয হওয়া অবস্থায় ভুলক্রমে একদিন ফযরের নামায পড়ে ফেলি। এখন আমার জানার বিষয় হলো, উক্ত নামাযের হুকুম কী? জানালে উপকৃত হবো।

 بسم الله الرحمن الرحيم
উত্তরঃ

 আপনার উক্ত নামায পূণরায় আদায় করতে হবে। কেননা, আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, যদি তোমাদের উপর গোসল ফরয হয় তাহলে ভালোভাবে পবিত্র হয়ে নাও।( সূরা মায়েদাহ-6)
এবং নবী কারীম স. এরশাদ করেছেন, পবিত্রতা অর্জন করা ব্যতিত নামায কবুল করা হয় না।(মুসান্নাফে ইবনে আবি শাইবা,1/50)
শরয়ী দলীলঃ
1.  সূরা মায়েদা,6
2. মুসান্নাফে ইবনে আবি শাইবা,1/50
3. বাদাউস সানায়ে,1/301
4. তাবয়িনুল হাকায়েক,1/251
5. আদ্দুররুল মুখতার,2/73
6. আলবাহরুর রায়েক,1/462
7. ফতোয়ায় মাহমুদিয়া,5/511

অযুহীন অবস্থায় আযান দেয়ার হুকুম কি? জানতে এখানে ক্লিক করুন 
 উত্তর লিখনে
মুফতি রেজাউল ইসলাম
মুহাদ্দিস সুফফাহ মাদরাসা, জলিলপুর, মহেশপুর, ঝিনাইদহ
প্রশ্ন পাঠানোর ঠিকানা, REZUA1995@GMAIL.COM
ঘুরে আসুন সত্য প্রকাশ থেকে।

No comments:

Post a Comment