ব্রেকিং নিউজ

Showing posts with label QUESTION&ANSWER. Show all posts
Showing posts with label QUESTION&ANSWER. Show all posts

Friday, July 17, 2020

2:46 AM

যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে স্ত্রী সহবাস করা কি জায়েয?


প্রশ্ন: যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে স্ত্রী সহবাস করা কি জায়েয?

উত্তর: যৌন উত্তেজক ট্যাবলেটের মূল বিধান হলো, বৈধ হওয়া। যদি এতে হারাম কিছু না থাকে যেমন নেশাকর কিছু। তবে এগুলো তাদেরই ব্যবহার করা উচিৎ যারা যৌন অক্ষমতায় ভুগছে। অথবা যারা অসুস্থ বা বার্ধক্যে উপনিত হয়েছে। নির্ভরযোগ্য ডাক্তারের পরামর্শে এগুলো ব্যবহার করা উচিৎ।

প্রশ্ন: কত টাকা থাকলে যাকাত দিতে হয় এবং যাকাত ওয়াজি হওয়ার শর্ত কি কি?

উত্তর: সাড়ে বায়ান্ন তোলা রুপা বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর বর্তমান বাজারমূল্য পরিমাণ টাকা বা ব্যবসায়ীক পণ্য যার কাছে থাকবে তার উপর যাকাত ওয়াজিব হবে।

যাকাত ওয়জিব হওয়ার শর্ত সাতটি যথা-

এক. মুসলিম হওয়া

দুই. নেসাবের মালিক হওয়া

তিন. নেসাব প্রকৃত প্রয়েজনের অতিরিক্ত হওয়া।

চার. ঋণগ্রস্ত না হওয়া।

পাচ. নেসাব পরিমাণ সম্পদ ১ বছর স্থায়ী হওয়া।

ছয়. মস্তিস্ক বিকৃত না হওয়া।

সাত. বালেগ হওয়া।

 

অারও পড়ুন

প্রশ্ন: জমি বন্ধক রাখার শরয়ী পদ্ধতি কি ? জানালে উপকৃত হবো।


উত্তর: বর্তমান সমাজে জমি বন্ধক রাখাল দুটি পদ্ধতি রয়েছে যথা-
এক. বন্ধক দাতা বন্ধক গ্রহীতার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রহণ করে। আর বন্ধক গ্রহীতা জমি ভোগ করতে থাকে। যখন টাকা ফেরত দেয় তখন জমিও ফিরিয়ে দেয়।
দুই. এটিও উপরের মত। কিন্তু পার্থক্য হলো, যখন টাকা ফেরত দেয় তখন বন্ধক গ্রহীতা কিছু টাকা কম নেয়।
ঋণদাতার জন্য বন্ধকি জমি ভোগ করা সম্পূর্ণ নাজায়েয। মূলত এটি ঋণ প্রদান করে বিনিময়ে সুদ গ্রহণেরই একটি প্রকার। সুতরাং প্রথম পদ্ধতিটি নাজায়েয। আর দ্বিতীয় পদ্ধতিটি মূলত জমি ভোগ করার একটি অবৈধ ছুতা। তাই এ প্রকারও নাজায়েয।
এক্ষেত্রে বৈধ পদ্ধতি হলো, ১ম সূরত :  শুরু থেকেই বন্ধকি চুক্তি না করে ভাড়া বা লীজ চুক্তি করবে। জমির মালিক জমি ভাড়া দিবে। তার যত টাকা প্রয়োজন সেজন্য যত বছর ভাড়া দিতে হয় একত্রে তত বছরের জন্য ভাড়া দিবে। এ ক্ষেত্রে জমির ভাড়া স্থানীয় ভাড়া থেকে সামান্য কম বেশিও হতে পারে। এরপর ভাড়ার মেয়াদ শেষ হলে অর্থদাতা জমি ফেরত দিবে, কিন্তু প্রদেয় টাকা ফেরত পাবে না।
২য় সূরত: দুইটি চুক্তি সম্পাদন করবে। প্রথম ক্রয় বিক্রয় চুক্তি। তারপর আলাদা আর একটি চুক্তি নামায় যেদিন টাকা পরিশোধ করতে পারবে সেদিন জমিটি প্রথম জমির মালিক ক্রয় করে নিয়ে যাবে। আর বর্তমান মালিক তা বিক্রি করে দিবে মর্মে চুক্তি সম্পাদিত করবে।
      


প্রশ্ন: সেভিং অ্যাকাউন্ট ও ফিক্স ডিপোজিটে অ্যাকাউন্ট খোলা কি জায়েয আছে?


উত্তর: সুদী ব্যংকের সেভিং অ্যাকাউন্ট ও ফিক্স ডিপোজিটে গ্রাহক কতৃত জমাকৃক টাকার উপর কম বেশি একাউন্ট হোল্ডারগণ সুদ পেয়ে থাকে। তাই একাউন্ট হোল্ডারগণ তাদের জমাকৃত টাকার চেয়ে যাই বেশি নিবে তা স্পষ্ট সুদ হবে। তাই কোনো মুসলমানের জন্য কোনোভাবে সুদী ব্যাংকে এই দুই একাউন্ট খোলা এবং তাতে টাকা রাখা জায়েয হবে না।

অারও পড়ুন

প্রশ্ন: মুসলমানদের জন্য ঘুড়ি উড়ানো জায়েয আছে কি?

উত্তর: বিভিন্ন কারণে ওলামায়ে কেরাম ঘুড়ি উড়ানো কে হারাম ও নিষিদ্ধ বলে থাকেন।
এক. অনর্থক সময় নষ্ট করা হয়।
দুই. অন্যের ঘুড়ি তার অনুমতি ছাড়া কেটে নষ্ট করা হয়।
তিন. ঘুড়ি উড়ানোর অনুষ্ঠানের সাথে হিন্দুয়ানী অনুষ্ঠানের সাদৃশ্য রয়েছে।
তবে যদি উল্লিখিত কারণ না পাওয়া যায় বরং ছোট ছোট বাচ্চারা শুধু মাত্র বিনোদনের জন্য ঘুড়ি উড়ায় তাতে কোনো সমস্যা নেই।    

প্রশ্ন: আমার মায়ের মামত বোন কে বিবাহ করতে পারব কিনা ? ইসলাম এ ব্যাপারে কী বলে?

উত্তর: হ্যা, আপনি আপনার মায়ের মামাতো বোনকে বিবাহ কতে পারবেন। ইসলামী শরীয়াহ অনুযায়ী এটা জায়েয আছে। 

অারও পড়ুন                 




Monday, September 23, 2019

6:06 AM

মহিলাদের কবর যিয়ারত ও জুনুবী ব্যক্তির ভুলক্রমে আদায়কৃত নামাযের হুকুম কি?



প্রশ্ন

মো. রোমান
যশোর সদর
জনাব মুফতি সাহেব আমাদের গ্রামে একটি বড় কবরস্থান আছে সেখানে যুবতী ও বয়স্কা মহিলারা কবর যিয়ারত করতে আসে। এখন আমার জানার বিষয় হলো, মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয আছে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

بسم الله الرحمن الرحيم

উত্তর: 

মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয নেই। কেননা, হাদীস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল স. কবর যিয়ারত কারিনীদের অভিসম্পাত করেছেন।(তিরমিযি,1-203)
আবার এতে ফেতনার আসঙ্কা রয়েছে। কারণ, তাদের অভ্যাস হলো, কবরস্থানে গিয়ে কান্নাকাটি ও বিলাপ করা। আর বৃদ্ধা মহিলাদের জন্য যিয়ারত করার অবকাশ রয়েছে; যদি তারা বিলাপ করা ব্যতিত উপদেশ গ্রহণ ও বরকত হাসিলের জন্য যিয়ারত করে।
শরয়ী দলীলঃ
1.  রদ্দুল মুহতার,3/105
2. আল বাহরুর রায়েক,2/342
3. মারাকিউল ফালাহ,62
4. ফতোয়ায় তাতারখানিয়া,3/92
5. মদাদুল আহকাম,1/812
6. আপকে মাসায়েল আওর উন কি হল,3/150
7. ইমদাদুল ফতোয়া,1/753
8. ফতোয়ায় মাহমুদিয়া,9/192

 জুময়ার খুৎবা চলাকলিন সুন্নত পড়ার হুকুম কি? জানতে এখানে ক্লিক করুন

প্রশ্নঃ
 মো. আব্দুর রহমান
খালিশপুর,খুলনা

জনাব মুফতি সাহেব,আমি একজন সাধারণ লোক আমার উপর গোসল ফরয হওয়া অবস্থায় ভুলক্রমে একদিন ফযরের নামায পড়ে ফেলি। এখন আমার জানার বিষয় হলো, উক্ত নামাযের হুকুম কী? জানালে উপকৃত হবো।

 بسم الله الرحمن الرحيم
উত্তরঃ

 আপনার উক্ত নামায পূণরায় আদায় করতে হবে। কেননা, আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, যদি তোমাদের উপর গোসল ফরয হয় তাহলে ভালোভাবে পবিত্র হয়ে নাও।( সূরা মায়েদাহ-6)
এবং নবী কারীম স. এরশাদ করেছেন, পবিত্রতা অর্জন করা ব্যতিত নামায কবুল করা হয় না।(মুসান্নাফে ইবনে আবি শাইবা,1/50)
শরয়ী দলীলঃ
1.  সূরা মায়েদা,6
2. মুসান্নাফে ইবনে আবি শাইবা,1/50
3. বাদাউস সানায়ে,1/301
4. তাবয়িনুল হাকায়েক,1/251
5. আদ্দুররুল মুখতার,2/73
6. আলবাহরুর রায়েক,1/462
7. ফতোয়ায় মাহমুদিয়া,5/511

অযুহীন অবস্থায় আযান দেয়ার হুকুম কি? জানতে এখানে ক্লিক করুন 
 উত্তর লিখনে
মুফতি রেজাউল ইসলাম
মুহাদ্দিস সুফফাহ মাদরাসা, জলিলপুর, মহেশপুর, ঝিনাইদহ
প্রশ্ন পাঠানোর ঠিকানা, REZUA1995@GMAIL.COM
ঘুরে আসুন সত্য প্রকাশ থেকে।