বিএএফ করোনা ভাইরাস আক্রান্ত বিচারককে দিনাজপুর থেকে ঢাকায় আনা হয়েছে
>h1<দিনাজপুরের সিনিয়র জেলা জজ আজিজ আহমেদ এবং তাঁর স্ত্রী মৌসুমী আক্তার, যিনি কোভিড -১৯-এর ইতিবাচক ধরা পরেছিলো, তাদের গতকাল দিনাজপুর থেকে ঢাকায় আনা হয়েছে।
আরো পড়ুন→বিতর নামায ১ রাকাত নাকি তিন রাকাত?
বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই -171 এসএইচ হেলিকপ্টার জরুরি ভিত্তিতে তাদের ঢাকায় নিয়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আন্তঃবাহিনী গণসংযোগ (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আরও পড়ুন→সহীহ হাদীস কি বুখারী মুসলিমে সীমাবদ্ধ?
বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরি বিমান পরিবহন এবং চিকিৎসা সেবা নেওয়ার সহায়তা সরবরাহ করে এবং পেশাদার পদ্ধতিতে সকল জরুরি প্রয়োজন মেটাতে প্রতিশ্রুতি স্বীকার করত: বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।
আরও পড়ুন→ওযু ছাড়া কুরআন অ্যাপ স্পর্শ করা ও পড়া যাবে কি?
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর চিফ অব এয়ার স্টাফ মেডিকেল উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা সরবরাহ করেন।