ব্রেকিং নিউজ

Friday, September 13, 2019

অযুহীন অবস্থায় আযান দেওয়ার হুকুম কী?


প্রশ্নঃ
মো. জাকির হোসেন
মাদারীপুর 
 
জনাব,আমাদের মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে অযুহীন অবস্থায় অাযান দিয়ে থাকেন। এখন আমার জানার বিষয় হলো, অযু ছাড়া আযান দেওয়ার হুকুম কী? 
উত্তর 
অযুহীন অবস্থায় আযান দেওয়া জায়েয আছে। তবে অযুর সহিত আযান দেওয়া উত্তম।

(1) جاء في " بدائع الصنائع" 1/244" ان يكون الموذن علي الطهارة لانه ذكر معظم فاتيانه علي الطهارة اقرب الي التعظيم وان كان علي غير طهارة بان يكون محدثا يجوز.                    
(2) و في "الدر المختار " 2/60 "ويكره اذان جنب واقاته واقامة محدث لا اذانه علي المذهب    

      والله اعلم بالصواب واليه المرجع والماب

উত্তর লিখনে 
হাফেয মাওলানা মুফতি রেজাউল করিম
মুহাদ্দিস: সুফফাহ মাদরাসা, জলীলপুর, মহেশপুর,ঝিনাইদহ


 
আরো পড়ুন  যয়ীফ হাদীস কি আমলযোগ্য নয়?

1 comment: