ব্রেকিং নিউজ

Wednesday, February 26, 2020

5:15 PM

গেরুয়া হিংসায় মৃত বেড়ে ২৭, উস্কানি দাতাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ হাইকোর্টের



দিল্লি হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এই মুহূর্তে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭৷ আহত ৪০০ জনেরও বেশি৷ ১০৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷

গতকাল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, স্থানীয়রা নয়, দিল্লিতে হিংসা ছড়িয়েছে বহিরাগতরা৷ তিনি বলেন, দিল্লির মানুষ হিংসা চায় না৷ আম আদমি এই কাজ করেনি৷ দিল্লির হিন্দু, মুসলিমরা শান্তির পক্ষে৷ একই সঙ্গে দিল্লি হিংসায় মৃত পুলিশকর্মী রতন লালের পরিবারকে ১ কোটি টাকা সরকারি সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরির কথাও ঘোষণা করেন তিনি৷

এদিকে, উস্কানিমূলক মন্তব্যের জন্য ইতিমধ্যেই বিজেপির তিন নেতার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ভরা এজলাসে বিজেপি নেতা কপিল মিশ্রর উস্কানিমূলক মূলক মন্তব্যের অডিও ক্লিপিং বাজানোর নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি, আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল ওই বক্তব্য নিয়ে।

বুধবার বিকেলে ওই মামলার শুনানির শেষ পর্বে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয়, দিল্লিতে যারা যারা হিংসায় উস্কানি দিয়ে বক্তৃতা দিয়েছে, ঘৃণা ছড়িয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।

দিল্লির হিংসা নিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন আমলা হর্ষ মান্দার। সেই মামলার শুনানির সময় বিজেপি নেতা কপিল মিশ্রের বক্তব্যের রেকর্ড বাজিয়ে শোনাতে বলে হাইকোর্ট। অশান্তি শুরু হওয়ার ঠিক আগে কপিল মিশ্র উত্তর-পূর্ব দিল্লিতে যে বক্তৃতা করেছিলেন, আদালতে তা বুধবার শোনানো হয়।




Tuesday, September 24, 2019

8:03 AM

যদি বিয়ের পূর্বে স্ত্রীর মহর নির্ধারণ না করা হয়ে থাকে ; তাহলে তারমহর আদায় করার পদ্ধতি কী?



প্রশ্ন:  

জনাব মুফতি সাহেব, যদি বিয়ের পূর্বে স্ত্রীর মহর নির্ধারণ না করা হয়ে থাকে ; তাহলে তারমহর আদায় করার পদ্ধতি কী? জানিয়ে উপকৃত করবেন

উত্তর


বিয়ের পূর্বে যদি স্ত্রীর মহর নির্ধারণ করা না হয়ে থাকে তাহলে মহরে মিছিল তথা সাধারণভাবে স্ত্রীর বংশের মেয়েদেরকে যে পরিমাণ মহর দেওয়া হয় পরিমান দেওয়া আবশ্যক হবে
এক্ষেত্রে উভয়ের বয়স, সৌন্দর্য , সম্পদ ,জ্ঞান, দ্বীনদারিত্ব, কুমারী হওয়া না হওয়া ইত্যিাদির বিবেচনা করা হবে।আর যদি পিতার বংশে উল্লিখিত গুণবিশিষ্ট কোনো মেয়ে না থাকে তাহলে পিতার বংশের সাথে সাদৃশ্যপূর্ণ অন্য কোনো বংশের মেয়ে ধর্তব্য হবে।
শরয়ী দলীলঃ
1.  আদ্দুররুল মুখতার,4/242
2. তাবয়িনুল হাকায়েক,2/542
3. ফতোয়ায় উসমানি, 2/295
4. হেদায়া, 2/324
5. ফাতহুল কাদীর, 3/312
6. আলমুহিতুল বুরহানী,4/117
7. আদ্দুররুল মুখতার, 7/282                                                   

Monday, September 23, 2019

6:06 AM

মহিলাদের কবর যিয়ারত ও জুনুবী ব্যক্তির ভুলক্রমে আদায়কৃত নামাযের হুকুম কি?



প্রশ্ন

মো. রোমান
যশোর সদর
জনাব মুফতি সাহেব আমাদের গ্রামে একটি বড় কবরস্থান আছে সেখানে যুবতী ও বয়স্কা মহিলারা কবর যিয়ারত করতে আসে। এখন আমার জানার বিষয় হলো, মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয আছে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

بسم الله الرحمن الرحيم

উত্তর: 

মহিলাদের জন্য কবর যিয়ারত করা জায়েয নেই। কেননা, হাদীস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল স. কবর যিয়ারত কারিনীদের অভিসম্পাত করেছেন।(তিরমিযি,1-203)
আবার এতে ফেতনার আসঙ্কা রয়েছে। কারণ, তাদের অভ্যাস হলো, কবরস্থানে গিয়ে কান্নাকাটি ও বিলাপ করা। আর বৃদ্ধা মহিলাদের জন্য যিয়ারত করার অবকাশ রয়েছে; যদি তারা বিলাপ করা ব্যতিত উপদেশ গ্রহণ ও বরকত হাসিলের জন্য যিয়ারত করে।
শরয়ী দলীলঃ
1.  রদ্দুল মুহতার,3/105
2. আল বাহরুর রায়েক,2/342
3. মারাকিউল ফালাহ,62
4. ফতোয়ায় তাতারখানিয়া,3/92
5. মদাদুল আহকাম,1/812
6. আপকে মাসায়েল আওর উন কি হল,3/150
7. ইমদাদুল ফতোয়া,1/753
8. ফতোয়ায় মাহমুদিয়া,9/192

 জুময়ার খুৎবা চলাকলিন সুন্নত পড়ার হুকুম কি? জানতে এখানে ক্লিক করুন

প্রশ্নঃ
 মো. আব্দুর রহমান
খালিশপুর,খুলনা

জনাব মুফতি সাহেব,আমি একজন সাধারণ লোক আমার উপর গোসল ফরয হওয়া অবস্থায় ভুলক্রমে একদিন ফযরের নামায পড়ে ফেলি। এখন আমার জানার বিষয় হলো, উক্ত নামাযের হুকুম কী? জানালে উপকৃত হবো।

 بسم الله الرحمن الرحيم
উত্তরঃ

 আপনার উক্ত নামায পূণরায় আদায় করতে হবে। কেননা, আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, যদি তোমাদের উপর গোসল ফরয হয় তাহলে ভালোভাবে পবিত্র হয়ে নাও।( সূরা মায়েদাহ-6)
এবং নবী কারীম স. এরশাদ করেছেন, পবিত্রতা অর্জন করা ব্যতিত নামায কবুল করা হয় না।(মুসান্নাফে ইবনে আবি শাইবা,1/50)
শরয়ী দলীলঃ
1.  সূরা মায়েদা,6
2. মুসান্নাফে ইবনে আবি শাইবা,1/50
3. বাদাউস সানায়ে,1/301
4. তাবয়িনুল হাকায়েক,1/251
5. আদ্দুররুল মুখতার,2/73
6. আলবাহরুর রায়েক,1/462
7. ফতোয়ায় মাহমুদিয়া,5/511

অযুহীন অবস্থায় আযান দেয়ার হুকুম কি? জানতে এখানে ক্লিক করুন 
 উত্তর লিখনে
মুফতি রেজাউল ইসলাম
মুহাদ্দিস সুফফাহ মাদরাসা, জলিলপুর, মহেশপুর, ঝিনাইদহ
প্রশ্ন পাঠানোর ঠিকানা, REZUA1995@GMAIL.COM
ঘুরে আসুন সত্য প্রকাশ থেকে।

Sunday, September 22, 2019

8:05 AM

‘আপনি আমাদের বিশেষ অতিথি


 
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। মার্কিন মুলুকে তিনি গেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিশেষ উড়োজাহাজে চড়ে। সাধারণত, রাষ্ট্রীয় সফরে সরকারপ্রধানেরা স্বতন্ত্র পরিবহনব্যবস্থা ব্যবহার করে থাকেন। তবে এবার সৌদি যুবরাজের নিজস্ব উড়োজাহাজে চড়ে ট্রাম্পের দেশে গেছেন ইমরান খান।
দুনিয়া নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যাওয়ার আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখান থেকে বাণিজ্যিক ফ্লাইট ধরে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাতে ‘না’ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজ বলেন,

‘আপনি আমাদের বিশেষ অতিথি এবং আপনি অবশ্যই আমার বিশেষ উড়োজাহাজে যুক্তরাষ্ট্র যাবেন।’

Friday, September 13, 2019

2:20 AM

অযুহীন অবস্থায় আযান দেওয়ার হুকুম কী?


প্রশ্নঃ
মো. জাকির হোসেন
মাদারীপুর 
 
জনাব,আমাদের মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে অযুহীন অবস্থায় অাযান দিয়ে থাকেন। এখন আমার জানার বিষয় হলো, অযু ছাড়া আযান দেওয়ার হুকুম কী? 
উত্তর 
অযুহীন অবস্থায় আযান দেওয়া জায়েয আছে। তবে অযুর সহিত আযান দেওয়া উত্তম।

(1) جاء في " بدائع الصنائع" 1/244" ان يكون الموذن علي الطهارة لانه ذكر معظم فاتيانه علي الطهارة اقرب الي التعظيم وان كان علي غير طهارة بان يكون محدثا يجوز.                    
(2) و في "الدر المختار " 2/60 "ويكره اذان جنب واقاته واقامة محدث لا اذانه علي المذهب    

      والله اعلم بالصواب واليه المرجع والماب

উত্তর লিখনে 
হাফেয মাওলানা মুফতি রেজাউল করিম
মুহাদ্দিস: সুফফাহ মাদরাসা, জলীলপুর, মহেশপুর,ঝিনাইদহ


 
আরো পড়ুন  যয়ীফ হাদীস কি আমলযোগ্য নয়?

Thursday, September 12, 2019

4:24 AM

প্রাইভেসি পলিসি

OURBRIGHTISLAM.BLOGSPOT.CM  বাংলা ব্লগের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রাইভেসি সঠিকভাবে সংরক্ষনের জন্য আমি এই পলিসি আপনাদের সামনে তুলে ধরছি।
আমি কি ধরনের তথ্য সংগ্রহ করি ?
কেউ যখন আমার ব্লগে কমেন্ট, সাবস্ক্রাইব করে কিংবা নাম, ইমেল এড্রেস ও অন্যান্য বিবরণ এ মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তখন আমি উক্ত ইনফরমেশনগুলি যথাযথভাবে  আমার তথ্য ভান্ডানে সংগ্রহ করে রাখি । তাছাড়াও কেউ যখন আমার ব্লগে যোগাযোগ ফরম এম মাধ্যমে ইমেইল ব্যবহার করে যোগাযোগ করে তখন আমি তার নাম ঠিকানা আমাদের তথ্য ভান্ডারে সংগ্রহ করি।
সংগ্রহিত তথ্য আমি কিভাবে ব্যবহার করি ?
঳ আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা  - আপনার প্রদত্ত তথ্য সবার স্বতন্ত্র চাহিদাগুলি সম্পর্কে ধারণা নিয়ে সেই মোতাবেক কাজ করতে সহায়তা করে।
঳ আমাদের সাইট উন্নত করতে- আপনার নিকট হতে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ব্লগের ডিজাইনসহ অন্যান্য বিষয়গুলি উন্নত করার চেষ্টা করি।
঳গ্রাহক পরিষেবা উন্নত করার ক্ষেত্রে- আপনার প্রদত্ত তথ্য থেকে গ্রাহক পরিষেবা ও চাহিদাগুলি জেনে আমরা আরও কার্যক্রর ভুমিকা পালন করি।
঳পর্যায়ক্রমিক ইমেইল পাঠাতে- আপনার প্রদত্ত ইমেইল পড্রেস এর মাধ্যমে নিয়মিত নিউজলেটার পাঠাতে বা প্রশ্নের উত্তর দিতে ব্যবহার করি।
আপনার তথ্য কিভাবে নিরাপদ রাখি ?
আমরা আপনার ব্যক্তিগত তথ্য জমা করার সময় তথ্য নিরাপত্তা বজায় রাখার জন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থাগুলি বাস্তবায়ন করি। আমরা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কঠোরভাবে রক্ষা করি। আমরা সতর্কতার সাথে আপনার তথ্য সংগ্রহ করি। এবং আপনার অনুমতি ছাড়া আপনার তথ্য অন্য কারও সাথে শেয়ার করা থেকে বিরত থাকি
আমরা কি কোনো তথ্য প্রকাশ করি ?
আমরা তৃতীয় পক্ষের বা ভিজিটরদের কোন প্রকার তথ্য কোন ব্যক্তি বা প্রতিষ্টানের কাছে ইচ্ছাকৃতভাবে বিক্রয় বা প্রকাশ করি না।
তৃতীয় পক্ষের লিংকস
বিবেচনার ভিত্তিতে আমরা আমাদের সাইটে তৃতীয় পক্ষের পন্য বা পরিষেবা লিংকের মাধ্যমে অফার করে থাকি। তবে এই ক্ষেত্রেও তৃতীয় পক্ষের সাইটগুলি প্রথক ও স্বাধীন গোপনীয়তা নীতিমালা রয়েছে কিনা তা আমরা প্রথমে যাটাই বাছাই করে নেই। তাই আমাদের এই লিংকগুক্ত সাইটের সামগ্রী ও ক্রিয়াকলপের জন্র অন্য কোন সাটের দায় দায়িত্ব নেই। আমাদের সাইটে নীতিনিষ্ঠা রক্ষা করতে ও সাইট সম্পর্কে আনাদের মতামত প্রদানের সবসময় স্বাগত জানাই।
আমাদের Privacy Policy  পরিবর্তন।
আমরা আমাদের ব্লগের প্রয়োজনের তাগিদে যে কোন সময় .. পরিবর্তন করতে পারি। .. পরিবর্তন হওয়ার সাথে সাথে তা জানিয়ে দেওয়া হবে।
আমাদের Privacy Policy সম্পর্কে অভিযোগ বা মতামত প্রদান।
আমরা সবসময় ব্লগের পাঠক ও ভিজিটরদের মতামত গুরুত্বসহকারে মুল্যায়ন করে থাকি । আমাদের সাইটের Privacy Policy  সম্পর্কে আপনার কোন অভিযোগ বা মতামত থাকলে অপনি আমাদের যোগাযোগ মাধ্যমগুলোর দ্বারা জানাতে পারেন। আমরা তা স্বাদরে গ্রহণ করেবো।
ধন্যবাদ.......