প্রশ্ন:
জনাব মুফতি সাহেব, যদি
বিয়ের পূর্বে স্ত্রীর মহর নির্ধারণ না করা হয়ে থাকে ; তাহলে তারমহর
আদায় করার পদ্ধতি কী? জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
বিয়ের
পূর্বে যদি স্ত্রীর মহর নির্ধারণ করা না হয়ে থাকে তাহলে মহরে মিছিল তথা সাধারণভাবে স্ত্রীর বংশের মেয়েদেরকে যে পরিমাণ মহর দেওয়া হয় ঐ পরিমান দেওয়া
আবশ্যক হবে।
এক্ষেত্রে
উভয়ের বয়স, সৌন্দর্য , সম্পদ ,জ্ঞান, দ্বীনদারিত্ব, কুমারী হওয়া না হওয়া ইত্যিাদির বিবেচনা করা হবে।আর যদি পিতার বংশে উল্লিখিত
গুণবিশিষ্ট কোনো মেয়ে না থাকে তাহলে পিতার বংশের সাথে সাদৃশ্যপূর্ণ অন্য কোনো
বংশের মেয়ে ধর্তব্য হবে।
শরয়ী দলীলঃ
1. আদ্দুররুল
মুখতার,4/242
2. তাবয়িনুল
হাকায়েক,2/542
3. ফতোয়ায়
উসমানি, 2/295
4. হেদায়া,
2/324
5. ফাতহুল
কাদীর, 3/312
6. আলমুহিতুল
বুরহানী,4/117
7. আদ্দুররুল
মুখতার, 7/282
No comments:
Post a Comment